শিশু গৃহকর্মীদের প্রতি সহিংসতা ও নির্যাতন প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে মানববন্ধন করেছে চট্টগ্রামে কর্মরত বিভিন্ন সংস্থা। রবিবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মানববন্ধনে শিশু অধিকারকর্মী, মানবাধিকারকর্মী, গণমাধ্যম কর্মী, সাধারণ শিক্ষার্থী এবং সচেতন নাগরিকরা অংশ নেন। এতে বক্তারা শিশু গৃহকর্মী ধর্ষণ-নির্যাতন মামলার দ্রুত নিষ্পত্তি ও ন্যায় বিচারের দাবি জানান।
অপরাজেয় বাংলাদেশ’র সাবেক বিভাগীয় সমন্বয়কারী মাহাবুবুল আলমের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন শিশু উন্নয়ন ও মানবাধিকার সংগঠন স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মোহাম্মদ আলী শিকদার, বিশ্বাস যুব উন্নয়ন সংস্থা’র প্রধান নির্বাহী শফিউল বশর, ঘাসফুলের প্রোগ্রাম কো-অর্ডিনেটর সিরাজুল ইসলাম, অপরাজেয় বাংলাদেশ’র চট্টগ্রামের প্রধান সমন্বয়কারী জিনাত আরা বেগম, যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা’র প্রজেক্ট কো-অর্ডিনেটর দিপিকা দাশ গুপ্ত, ব্রাইট বাংলাদেশ ফোরাম (বিবিএফ) প্রকল্প সমন্বকারী আফতাফুজ্জামান, ঊষা নারী উন্নয়ন সংস্থা’র প্রোগ্রাম ম্যানেজার পীযুশ দাশ গুপ্ত, ইপসা’র প্রচারাভিয়ান সমন্বয়কারী মোহাম্মদ জসিম উদ্দিন, বিজনেস ডেভেলপমেন্ট সমন্বয়কারী ফারাহ আমেনা খাতুন প্রমুখ।
বক্তারা বলেন, শিশু গৃহকর্মীদের ওপর নির্যাতন, নিপীড়ন, হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনা সা¤প্রতিক সময়ে উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। বিচারহীনতার সংস্কৃতির কারণে এ ধরনের ঘটনা বারবার ঘটছে। যদি প্রতিটি ঘটনায় দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হতো, তাহলে আর কেউ তাদের নির্যাতনের সাহস দেখাত না।
মানববন্ধন থেকে শিশু ধর্ষণে অভিযুক্ত এনজিও কর্মকর্তা মাহাবুবুর রহমানের শিশু নির্যাতন মামলাসহ সকল শিশু নির্যাতন মামলার ন্যায়বিচার দাবি জানানো হয়।
বিডি প্রতিদিন/এএম
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        