নদী ভাঙনরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, শিক্ষা, স্বাস্থ্যসেবা নিশ্চিতসহ নাগরিক সুবিধার দাবিতে মানববন্ধন করেছেন চট্টগ্রামের সদ্বীপ উপজেলার উড়িরচর ইউনিয়নবাসী। সোমবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় বাংলাবাজার জিরো পয়েন্ট মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় প্রখর রোদ উপেক্ষা করে স্থানীয় বিদ্যালয় ও মাদ্রাসার ছাত্র-শিক্ষক, কৃষক, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত হয়ে বিক্ষোভ করেন। মানববন্ধনে 'উড়িরচরের সীমানা জটিলতা দ্রুত নিরসন চাই', 'উড়িরচর- কোম্পানিগঞ্জ ক্রসড্যাম দ্রুত বাস্তবায়ন', 'সন্ত্রাস নির্মূল চাই' সহ বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।
বক্তারা অভিযোগ করে বলেন, উড়িরচরে বসতি স্থাপনের অর্ধশত বছর পূর্ণ হতে চললেও রাষ্ট্রের পক্ষ থেকে সেখানে শিক্ষা, চিকিৎসাসহ প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করা হয়নি। ইউনিয়নের মধ্যভাগে চট্টগ্রাম ও নোয়াখালী জেলার সীমারেখা নির্ধারণকে কল্পিত ও নিয়মনীতির চরম উপেক্ষা বলে উল্লেখ করেন তারা।
বক্তারা আরও বলেন, উড়িরচরকে দুই জেলায় বিভক্ত করার তৎপরতা এখানকার জনসাধারণ মেনে নেবে না। অবিলম্বে একতরফা সীমানা নির্ধারণ বাতিল করতে প্রধান উপদেষ্টা এবং বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খানের প্রতি আহ্বান জানান তারা।
এতে বক্তব্য রাখেন- চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, গণমাধ্যমকর্মী নুর নবী রবিন, উড়িরচর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হাসান, সোলাইমানীয়া দাখিল মাদ্রাসার সুপার বেলায়েত হোসেন, স্থানীয় বাসিন্দা মিলাদ দ্বীপরাজ, নজরুল ইসলাম সোহেল, মাইন উদ্দীন খাঁন ফুলমিয়া প্রমুখ।
বিডি প্রতিদিন/মুসা
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        