চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার বারিক বিল্ডিং মোড়ে অভিযানের সময় ডাকাতের ছুরিকাঘাতে পুলিশের দুই উপ-পরিদর্শক (এসআই) আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন-ডবলমুরিং থানার এসআই জামিল ও এসআই নজরুল। এ ঘটনায় তিনজনকে আটক এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশ বারিকবিল্ডিং মোড়ে ইটের দেয়াল দিয়ে ঘেরা একটি খালি জায়গায় একটি টিনশেড ঘরে ছিনতাইকারীদের ধরতে অভিযানে যায়। তাদের ছুরিকাঘাত করার পরপরই ঘটনাটি জানাজানি হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) মোহাম্মদ হোসাইন কবির বলেন, ডাকাতের ছুরিকাঘাতে দুইজন এসআই আহত হয়েছেন। আহতরা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
তিনি বলেন, ঘটনাস্থলে ছয়জন ডাকাত ছিলেন। এর মধ্যে তিন ডাকাতকে আটক করা হয়। ডাকাতি করা কিছু টাকা-পয়সা উদ্ধার করা হয়েছে। এ ছাড়াও ডাকাতির কিছু সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই
 
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        