চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে পরিচালিত খাল খনন কর্মসূচির আওতায় ৩৯ নম্বর ওয়ার্ডের আকমল আলী রোড সংলগ্ন মাইট্টে খালের খনন ও পরিস্কার কাজের উদ্বোধন করা হয়। চসিকের মেয়র ডা. শাহাদাত হোসেন এ কর্মসূচি উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী, সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল প্রমুখ।
অনুষ্ঠানে সিটি মেয়র বলেন, জলাবদ্ধতা নিরসনের জন্য খাল খননকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি। ইতোমধ্যে কৃষ্ণখাল, গুপ্তখাল, ডোমখাল, সুন্নিয়া খালসহ বিভিন্ন খাল পরিস্কার করা হয়েছে। তবে মাইট্টে খাল একটি ব্যতিক্রমী খাল, যেখানে সবচেয়ে বেশি ওয়াসার পাইপ রয়েছে। এটি এখানে বসবাসরত কিছু মানুষ অপরিকল্পিতভাবে স্থাপন করেছে। ফলে, এই পাইপগুলোর কারণে খাল পরিস্কার ও খনন কাজে বিঘœ ঘটছে। প্রথমে আমাদের কাজ হবে পাইপগুলো সরিয়ে নেওয়া, তারপর পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান চালানো।
তিনি বলেন, খাল উদ্ধার করতে গেলে যদি কিছু অবৈধ স্থাপনা ভাঙতে হয়, তাহলে সেটাও করতে হবে। যেখানে রাস্তার জায়গা আছে, সেটি জনগণের জন্য উন্মুক্ত করতে হবে। এছাড়া, যদি কোনো ভবন খালের উপর অবৈধভাবে গড়ে ওঠে, তাহলে সেগুলোও অপসারণ করতে হবে। উন্নয়নের মূল শর্ত হলো, জনগণ যেন তাদের সুবিধা থেকে বঞ্চিত না হয় এবং নিজের স্বার্থরক্ষার জন্য দখলদারিত্বের পথে না যায়।
বিডি প্রতিদিন/এএম
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        