চট্টগ্রাম নগরীর যোগাযোগ ব্যবস্থা আধুনিক ও উন্নত করতে ৪৭২টি সড়ক উন্নয়নের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। গতকাল শুক্রবার পশ্চিম বাকলিয়া রসুলবাগ আবাসিক থেকে বাকলিয়া এক্সেস রোড সংযোগ সড়ক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এ ঘোষণা দেন তিনি।
তিনি বলেন, কিছু সড়কের উন্নয়নকাজ ইতোমধ্যে শুরু হয়েছে, কিছু চলমান রয়েছে, এবং বাকিগুলোর কাজ শিগগিরই শুরু হবে। এ সময় ঠিকাদারদের সতর্ক করে তিনি বলেন, সড়কের মানের সঙ্গে কোনো আপস করা হবে না। জনগণের ট্যাক্সের টাকায় নির্মিত সড়ক টেকসই করতে হবে। কাজের মান নিম্নমানের হলে কেউ ছাড় পাবে না।
বর্ষাকাল আসন্ন হওয়ায় জলাবদ্ধতা সমস্যার কথা স্বীকার করে মেয়র বলেন, সিডিএর উন্নয়ন প্রকল্পগুলোর কারণে কিছু সাময়িক অসুবিধা হচ্ছে। তবে, নগরীর জলাবদ্ধতা নিরসনে মনিটরিং জোরদার করা হয়েছে। তিনি নগরবাসীকে সড়কের ড্রেনে প্লাস্টিক ও বর্জ্য না ফেলার অনুরোধ জানান এবং পরিচ্ছন্নতা রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, মাহমুদ শাফকাত আমিন, উপ-সহকারী প্রকৌশলী এস. এম. আশফাক, মেয়রের একান্ত সহকারী মারুফুল হক চৌধুরী মারুফ ও জিয়াউল রহমান জিয়া প্রমুখ।
বিডি প্রতিদিন/আশিক
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        