বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, খালেদা জিয়ার লন্ডন সফরে যারা ষড়যন্ত্রের খোঁজ পান, তারা নিজেরাই ষড়যন্ত্র করছেন।
শনিবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদার রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
নজরুল ইসলাম খান সরকারকে ‘গণতন্ত্র’ ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে বলেন, দেশের মানুষ গণতন্ত্র চায়, তাদের সেই গণতন্ত্র ফিরিয়ে দিন। কোনো ব্যবসায়ী শান্তিতে ব্যবসা করতে পারছেন না।
মহিলা দলের সভাপতি নূরে আরা সাফার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন আক্তার প্রমুখ।