চট্টগ্রামে গণধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। শনিবার দুপুরে নগরীর পাঁচলাইশ থানাধীন বন গবেষণাগার এলাকার একটি পাহাড় থেকে অসুস্থ অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করে পুলিশ। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওটিসি) পাঠিয়ে দেয়া হয়। এ ঘটনার সংশ্লিষ্ট কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ বলেন, ‘শুক্রবার রাতে ওই তরুণীকে কয়েকজন যুবক জোর করে ওই পাহাড়ে নিয়ে যায়। সেখানে তারা রাতভর তাকে ধর্ষণ করে অসুস্থ অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শনিবার দুপুরে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য চেষ্টা চালানো হচ্ছে।
বিডি-প্রতিদিন/ ১৭ অক্টোবর, ২০১৫/ রশিদা