চট্টগ্রামের সদরঘাটে তিন খুনের ঘটনায় জেএমবির সদস্য মিনহাজুল ইসলাম ওরফে সাজিল ওরফে সজীবকে টাঙ্গাইলের নাগরপুর থেকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশে একটি দল।
শুক্রবার দিবাগত রাত ২টার দিকে তাকে উপজেলার পাকুটিয়া এলাকা থেকে আটক করা হয়।
গ্রেফতার মিনহাজুল চট্রগ্রামের জুরানগঞ্জ উপজেলার মধ্যসোনা পাড়া এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে।
শনিবার দুপুরে টাঙ্গাইল গোয়েন্দা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মাহফীজ জানান, চট্টগ্রামের সদরঘাটে তিন খুনের ঘটনায় জড়িতের অভিযোগ থাকা জেএমবি সদস্য মিনহাজুল ইসলামকে পাকুটিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৭ অক্টোবর, ২০১৫/মাহবুব