ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ. এম. বদিউজ্জামান সোহাগের বিবাহোত্তর সংবর্ধনা পার্লামেন্ট মেম্বারর্স ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রায় এক লাখ অতিথির সমাগম ঘটে।
সোহাগের জীবনে নতুন অধ্যায়ের সূচনা হয় স্ত্রী উশান আরাকে নিয়ে। কনে উশান আরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক।
এচাড়া, উশান আরা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রয়াত মনিরুজ্জামান বাদলের মেয়ে। তার মা শামীমা আরা বাদল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের কর্মকর্তা। বাবা মনিরুজ্জামান বাদল ১৯৯২ সালে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে নিহত হন।
সোহাগ ও উশান দু’জনের বাড়িই বাগেরহাট। এর আগে, চলতি বছরের ১৬ সেপ্টেম্বর পারিবারিকভাবে দেখাশোনার পর ঘরোয়াভাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা হয়।
বিডি-প্রতিদিন/১৮ অক্টোবর, ২০১৫/মাহবুব