রাজধানীর তেজগাঁও এলাকায় রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে সুমাইয়া আক্তার (১৬) নামে এক গৃহপরিচারিকার মৃত্যু হয়েছে। নিহতের বাবার নাম সুবেদ মিয়া। তাদের বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়া গ্রামে। সুমাইয়া তেজগাঁও নাখালপাড়ার হাউজ নং ৬ বাড়িতে কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার বিকেলে তিনি মারা যান।
ওই বাড়ির গৃহকর্তা আব্দুর রহিম জানান, তার মেয়ে বিএফ শাহীন স্কুল এ্যান্ড কলেজে দ্বিতীয় শ্রেণিতে পড়ে। সুমাইয়া তাকে স্কুল থেকে আনা-নেয়া করত। এদিন দুপুর সাড়ে ১২টার দিকে সুমাইয়া রাফিয়াকে নিয়ে আসছিল। এ সময় নাখালপাড়া মসজিদের সামনে ওড়না রিকশার চাকায় পেঁচিয়ে সে পড়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টার দিকে তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতাল ক্যাম্প পরিদর্শক মোজাম্মেল হক জানান, সুমাইয়ার বাবা-মাকে খবর দেওয়া হয়েছে। তারা না আসা পর্যন্ত গৃহকর্তা আব্দুর রহিম ও তার স্ত্রী রুনা আক্তারকে ক্যাম্পে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৮ অক্টোবর ২০১৫/ এস আহমেদ