রাজধানী ঢাকার মতিঝিলের একটি আবাসিক হোটেল থেকে ফাতেমা আক্তার মনি (৪০) নামের এক নারী পরিচ্ছন্নকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই নারী হোটেলের স্থায়ী কর্মচারী ছিলেন।
শুক্রবার দুপুরে হোটেলের তৃতীয় তলার ১২০ নম্বর রুম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত ফতেমা আক্তার লক্ষ্মীপুর জেলার রামগঞ্জের মৃত শামসুল ইসলামের মেয়ে। বর্তমানে ফকিরাপুল এলাকায় বোনের সঙ্গে ভাড়া থাকতেন তিনি।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী জানান, তিনি ওই হোটেলের ক্লিনার হিসেবে কর্মরত ছিলেন। কী কারণে এ ঘটনা তা এখনই বলা যাচ্ছে না। ফাতেমার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/৩০ অক্টোবর, ২০১৫/মাহবুব