ইডব্লিউএমজিএল কনফারেন্স রুমে আজ শুক্রবার অনুষ্ঠিত হলো বাংলাদেশ প্রতিদিনের ‘ফ্রাইডে কনটেস্ট’-এর জমজমাট চা-চক্র অনুষ্ঠান। দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন-এর লাইফ স্টাইল ট্যাবলয়েড ফ্রাইডে কয়েক মাস আগে ফেসবুকে (www.facebook.com/bdpfriday) একটি কনটেস্টের আয়োজন করে। ফেসবুক পেজের ইনবক্সে মডেলিং ক্যাটাগরিতে জমা পড়ে কয়েক হাজার ছবি। সেখান থেকে বাছাইকৃত ছবিগুলো ফ্রাইডের ফ্যানপেজে আপলোড হয়। সর্বাধিক লাইক, কমেন্ট, শেয়ার ও কর্তৃপক্ষের ভোটে প্রাথমিকভাবে নির্বাচিত ২৮ জনকে নিয়ে অনুষ্ঠিত হয় এই চা-চক্রের।
নির্বাচিতদের সরব উপস্থিতিতে দেওয়া হয় নানা প্রশ্নের জবাব। তাদেরকে এই আয়োজনের উদ্দেশ্য এবং পরবর্তী প্রক্রিয়া সম্পর্কে অবহিত করেন ফ্রাইডের বিভাগীয় সম্পাদক রণক ইকরাম। এছাড়া চা চক্রে আরও উপস্থিত ছিলেন শামছুল হক রাসেল, তানভীর আহমেদ, শাকীর আহসানুল্লাহ, আবদুল কাদের ও অন্যরা। অনুষ্ঠানের মুহূর্তগুলো ক্যামেরাবন্দী করেন মাকসুদ অনিক ও শরীফ সৌরভ।
আড্ডার ফাঁকে প্রতিযোগীদের বাংলাদেশ প্রতিদিনের কার্যালয় ঘুরিয়ে দেখানো হয়। পরবর্তীতে আপ্যায়ন ও ফটোসেশনের মাধ্যমে শেষ হয় চা চক্র। প্রাথমিকভাবে নির্বাচিতদের মধ্যে উপস্থিত ছিলেন— প্রেমা মাহী, জান্নাতুল ফেরদৌস বাঁধন, তাসনিম আক্তার তুলি, তাহমিনা ভূঁইয়া মিনা, শ্রাবন্তী রয়, লুবাবা সিদ্দিকী, তামান্না আহমেদ, , রোজা আহম্মেদ, ওয়াহিদা আদর, তাহেরা তানজিম যুথী, আল-আমিন, সৌরভ মাহমুদ, ম্যাক তামিম মৃধা, হাসান আহমেদ, অরিন জয়, তারিকুল ইসলাম, ড্রিমবয় আবীর, অভি আরিয়ান, উম্মে আরাফাত জাহান, রনি রেজাউল, শামীম ইসলাম, হূদিতা শেঠ।