সাভারের আওয়ামী লীগের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এমপির বাড়িতে আয়োজিত সভায় হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে আওয়ামী লীগের দশ নেতাকর্মী আহত হয়েছে।
আজ শুক্রবার দুপুরের সাভারের সংসদ সদস্য ডা: এনামুর রহমানের তালবাগ এলাকার বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
প্রত্যক্ষদর্শীরা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা জানায়, জেল হত্যা দিবস উপলক্ষে সাভার উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার দুপুরে এমপির বাড়িতে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। পরে অনুষ্ঠান শুরুর এক পর্যায়ে সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হায়দার আলী তার বক্তব্য শুরু করেন। এসময় উপজেলার যুগ্ন সাধারন সম্পাদক রাজীবের নেতৃত্বে সাভার থানা ছাত্রলীগের নেতাকর্মীরা হায়দারের বক্তব্যের সময় তাকে ব্যাঙ্গ করে বিভিন্ন ভাষায় স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে রাজীবের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা বক্তব্য চলাকালীন সময়ে অনুষ্ঠানে বিভিন্ন চেয়ার ভাঙচুর শুরু করে ও হায়াদারের উপর হামলা চালায়। তখন হায়দার আলীর সমর্থকরাও পাল্টা হামলা চালালে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
এতে সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা, সাধারন সম্পাদক হায়দার আলীসহ আওয়ামী লীগের দশ নেতাকর্মী আহত হন। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের একাধিক নেতাকর্মীরা জানান, সাভার উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠনের পর থেকেই সাধারন সম্পাদক আলী হায়দার ও যুগ্ন সাধারন সম্পাদক রাজীবের মধ্যে রাজনৈতিক বিরোধ ও আধিপত্ব্য চলে আসছিল। আর এ কারনেই পূর্ব পরিকল্পিতভাবে শুক্রবার দুপুরে রাজীবের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা হায়দারের প্রান নাশের জন্য তার উপর এভাবে হামলা চালায়।
সাভারের এমপির বাড়িতে আওয়ামী লীগের আয়োজিত সভায় ছাত্রলীগের নেতাকর্মীরা এভাবে হামলা চালানোর পরও তিনি কোন ব্যবস্থা গ্রহন করেনি। এছাড়াও এমপি ডা: এনামুর রহমানের সামনে এ হামলার ঘটনা ঘটলেও সংঘর্ষ থামনোর জন্য এমপির কোন প্রচেষ্টা ছিল না বলে তারা দু:খ প্রকাশ করেন।
এব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান দুই গ্রুপের সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।
বিডি-প্রতিদিন/ ৩০ অক্টোবর ১৫/ সালাহ উদ্দীন