আত্মসমালোচনার পাশাপাশি কোন ধরনের অন্যায় সুযোগ না নেয়ার জন্য যুবলীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। একইসঙ্গে যুবলীগের নেতাদের পদ-পদবির সদ্ব্যবহারেরও আহ্বান জানিয়েছেন মেয়র।
শুক্রবার নগর যুবলীগ আয়োজিত সংবাদচিত্র প্রদর্শনীর সমাপনী দিনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্বসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য সাফল্যগাঁথার বিষয়ে তিনদিনব্যাপি এ সংবাদচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে।
এসময় মেয়র বলেন, দক্ষ, বিচক্ষণ ও সময়োপযোগী সিদ্ধান্তের মাধ্যমে শেখ হাসিনা দেশকে বিশ্বে মর্যাদার আসনে আসীন করেছেন। এ অর্জনকে ব্যর্থ করতে ধর্মের অপব্যাখ্যা দিয়ে জাতিকে বিভ্রান্ত করার অপচেষ্টা চলছে। এদের প্রতিহত করতে হবে।
তিনি বলেন, যুবলীগের নেতাদের পদ-পদবির সদ্ব্যবহারের মাধ্যমে পরিবার, সমাজ ও দেশের কল্যাণে কাজ করতে হবে। আত্মসমালোচনা করতে হবে। কোন স্তরের কোন নেতা বা কর্মী যাতে কোন ধরনের অন্যায় সুযোগ নিতে না পারে সেদিকে দৃষ্টি রাখতে হবে।
নগর যুবলীগের আহ্বায়ক মো. মহিউদ্দিন বাচ্চুর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মাহাবুবুল হক সুমনের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা, ফরিদ মাহমুদ প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ৩০ অক্টোবর ১৫/ সালাহ উদ্দীন
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        