ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) বহুমুখী সমবায় সমিতির নির্বাচন শেষ হয়েছে। এতে সভাপতি ও সম্পাদক হিসেবে বিজয়ী হয়েছেন যথাক্রমে মোস্তফা হোসেন চৌধুরী ও ওমর ফারুক। এছাড়া কোষাদক্ষ নির্বাচিত হয়েছেন কল্যাণ সাহা।
শুক্রবার সন্ধ্যা ৭টায় রাজধানীর সেগুনবাগিচাস্থ ডিআরইউ কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করা হয়। শুক্রবার সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল ৫টায়।
চেয়ার প্রতীক নিয়ে মোস্তাফা হোসেন ১৯৮ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রফিক আহমেদ মুফতি ছাতা প্রতীক নিয়ে পান ১০৫ ভোট।
এ দিকে শামীম সিদ্দিকী বট গাছ প্রতীক নিয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এম হাফিজুর রহমান আনারতস প্রতীক নিয়ে ১০৮ ভোট পন।
ওমর ফারুক মাছ প্রতীক নিয়ে সর্বোচ্চ ২১৮ ভোট পেয়ে সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ বদরুল আলম চৌধুরী গোলাপ ফুল প্রতীক নিয়ে পান ৮০ ভোট। এ ছাড়া যুগ্ম সম্পাদক পদে খেজুর গাছ প্রতীকে মোহাম্মদ জামালউদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় একক প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন।
১৮৬ ভোট পেয়ে চশমা প্রতীক নিয়ে কোষাদক্ষ নির্বাচিত হয়েছেন কল্যাণ সাহা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহ আলম নূর গরুর গাড়ি প্রতীক নিয়ে ১১৮ ভোট পান।
এ ছাড়া ব্যবস্থাপনা কমিটির প্রথম সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন উড়োজাহাজ প্রতীক নিয়ে আইয়ুব আনসারী (১৯৮ ভোট), ঘুড়ি প্রতীক নিয়ে দ্বিতীয় হয়েছেন শাহনাজ শারমিন (১৯১ ভোট), মোমবাতি প্রতীক নিয়ে তৃতীয় হয়েছেন দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমের স্পোর্টস এডিটর মো. শরিফুল আরিফ সোহেল (১৬৭ ভোট), টেবিল প্রতীক নিয়ে চতুর্থ হয়েছেন এ কে এম কামরুজ্জামান (১৬১ ভোট), হাতি প্রতীক নিয়ে পঞ্চম হয়েছেন বরুণ ভৌমিক নয়ন (১৫০ ভোট), কলস প্রতীক নিয়ে ষষ্ঠ স্থান দখল করেছেন মতলু মল্লিক (১৪৪ ভোট) এবং সপ্তম স্থান দখল করেছেন হরিণ প্রতীক নিয়ে মোহাম্মদ আতিকুর রহমান হাবিব (১৩৫ ভোট)।
এ ছাড়া মই প্রতীক নিয়ে ১১৬ ভোট পেয়েছেন এস এম আবু সাইদ, আম প্রতীক নিয়ে ৯৭ ভোট পেয়েছেন মো. এমদাদুল হক খান এবং দেয়ালঘড়ি প্রতীক নিয়ে ৭৯ ভোট পেয়েছেন মো. রেজাউর রহিম।
বিডি-প্রতিদিন/ ৩০ অক্টোবর ১৫/ সালাহ উদ্দীন