রাজধানীর শ্যামপুরে কারখানায় কাজ করার সময় দুর্ঘটনায় সুধীর (২৫) নামের এক শ্রমিক মারা গেছেন। আহত হয়েছেন আরও একজন।
নিহত শ্রমিকের সহকর্মী মনসুর আহম্মেদ জানান, শ্যামপুরে একটি স্টিল মিলসের অটোরোলিং মেশিনে কাজ করার সময় সুধীর ও শামীম আহত হন। তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে সুধীরের মৃত্যু হয়।
সুধীরের গ্রামের বাড়ি পঞ্চগড়ের দেবীগঞ্জে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/৩১ অক্টোবর ২০১৫/ এস আহমেদ
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        