রাজধানীর তেজগাঁও এলাকা থেকে শিশু ধর্ষণের অভিযোগে মজিদ (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে আটকের এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ওই শিশুটির বয়স মাত্র ছয় বছর।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় দে জানান, শিশুটির বাবার অভিযোগের ভিত্তিতে মজিদকে আটক করা হয়। তেজগাঁও শিল্পাঞ্চলের নাবিস্কো এলাকায় শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মজিদ শিশুটিকে ধর্ষণ করে বলে অভিযোগ।
বিডি-প্রতিদিন/৩১ অক্টোবর ২০১৫/শরীফ