বরিশাল সিটি করপোরেশন বসিক'র প্যানেল মেয়র আলহাজ কে এম শহীদুল্লাহর লাইসেন্সড রিভলবার চুরি গেছে। শনিবার বেলা ১২টার পর থেকেই তার রিভলবারটি খুঁজে পাওয়া যাচ্ছে না। মেয়র শহীদুল্লাহ এ ঘটনায় গতকাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। এতে অজ্ঞাত পরিচয়দের আসামি করে মামলা করা হয়েছে।
কোতোয়ালি থানার সহকারী কমিশনার (এসি) আনসার উদ্দিন বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, রিভলবার চুরির বিষয়টি নিয়ে ইতোমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। খুব শিগগিরই এটি উদ্ধার করা হবে বলে আশা করছি।
মেয়রের অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১২টার পর থেকে প্যানেল মেয়রের মেডিকেল লেনের নিজ বাসভবন থেকে তার লাইসেন্স করা রিভলবারটি খুঁজে পাওয়া যাচ্ছে না। রিভলবারে আট রাউন্ড গুলিও ছিল। শুক্রবার বিকাল ৪টার পর থেকে শনিবার বেলা ১২টার মধ্যে রিভলবারটি চুরি হয়েছে বলে ধারণা করছেন মেয়র কে এম শহীদুল্লাহ।
বিডি-প্রতিদিন/২ নভেম্বর ২০১৫/শরীফ