গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানের পাশে কুমারখাদা এলাকায় র্যাবের সাথে বন্দুকযুদ্ধে রফিকুল ইসলাম নামের এক যুবক মারা গেছেন। মরদেহ ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এসময় একটি পিস্তল, গুলি ও ম্যাগজিন উদ্ধার করে র্যাব।
র্যাব জানায়, ভাওয়াল জাতীয় উদ্যোনের কাছে কুমারখাদা এলাকায় কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে র্যাব-১ এর একটি টহল দল রবিবার দিবাগত রাত ১টার দিকে অভিযান চালায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছুড়ে পালানোর চেষ্টা করলে র্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে রফিকুল ইসলাম নামের ওই যুবক গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রফিকুল ইসলামের বিরুদ্ধে থানায় অস্ত্র ও চাঁদাবাজির কয়েকটি মামলা রয়েছে বলে জানায় র্যাব।
এ বিষয়ে হাসপাতালের আবাসিক চিকিৎসক আব্দুস সালাম সরকার বলেন, নিহত যুবককে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তার পেটের বামপাশে গুলির আঘাত রয়েছে।
বিডি-প্রতিদিন/০২ নভেম্বর ২০১৫/ এস আহমেদ
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        