গাজীপুর জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত বিজয় উৎসবে মঞ্চ মাতালো কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী সংগঠন একতা নাট্য গোষ্ঠী। গত সোমবার সন্ধ্যায় গাজীপুরের রাজবাড়ী মেলার মাঠে দর্শকদের বিপুল উপস্থিতিতে পরিবেশিত হয় একতা নাট্য গোষ্ঠীর গীতি নৃত্যনাট্য 'মহুয়া'।
গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিজয় উৎসবে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. জিল্লার রহমান।
মোতাহার হোসেন বাচ্চুর গ্রন্থনা ও সুর সংযোজনায় মহুয়া গীতিনৃত্যনাট্যের পরিচালনা ও নির্দেশনায় ছিলেন প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব মানস কর। বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মানস কর, পল্লব কর, শফিকুল ইসলাম শামীম, ঊর্মিলা কর, পড়শী, প্রান্ত বণিক, মুনমুন ইসলাম, ইমরান হোসেন কাউসার, বারিষা, মাসুম, দীপ্ত, ঝুমা, হিরণ, মোস্তাক, মোতাসিম, কার্তিক, জাকির, উপমা, তৃণা, রূপা, মাইশা, ঐশী, নাজ প্রমুখ।
গীতিনৃত্যনাট্য মহুয়ার শব্দ নিয়ন্ত্রণ, আলোক প্রক্ষেপণ সহায়তা ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আহমেদ তানভীর।
বিডি-প্রতিদিন/ ১৬ ডিসেম্বর, ২০১৫/ রশিদা