বিজয় দিবসে ছাত্রলীগের র্যালিতে অংশ না নেওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় সাংকৃতিক জোটের এক নেতাকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মাদার বখ্শ হলে এ ঘটনা ঘটে।
মারধরের শিকার আবু বকর সিদ্দিক শিমুল রাবির কেন্দ্রীয় সাংকৃতিক জোটের সাধারণ সম্পাদক ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। অভিযুক্ত ছাত্রলীগ কর্মীরা হলেন, অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মেহেদী রাজ, সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের রাজ্জাক, ভাষা বিভাগের ইমরান, নাইম ও রুবেল। তারা সবাই নবগঠিত মাদার বখ্শ হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানার কর্মী এবং হলের অনাবাসিক ছাত্র।
শিমুল বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ছাত্রলীগের কয়েকজন কর্মী আমার রুমে এসে র্যালিতে যেতে বলে। বৃহস্পতিবার আমার চূড়ান্ত পরীক্ষা থাকায় আমি যেতে পারবো না বলে জানিয়ে দেই। এসময় ছাত্রলীগ কর্মীরা চলে গেলেও পরে রাত পৌনে ১টার দিকে কয়েকজন এসে আমাকে অশালীন ভাষায় গালাগাল এবং মারপিট করে।
এ সম্পর্কে মাদার বখ্শ হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা বলেন, মারামারির ঘটনা ঘটেনি। তবে র্যালিতে যেতে অনেক ডাকাডাকি করা হলেও শিমুল ভাই আসেননি। এ নিয়ে একটু রাগারাগি হয়েছে।
এ বিষয়ে রাবির কেন্দ্রীয় সাংকৃতিক জোটের সভাপতি সোহেল রানা বলেন, আমরা অভিযুক্ত ছাত্রলীগ কর্মীদের শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ওই হলের প্রাধ্যাক্ষের কাছে লিখিত অভিযোগ দিব।
হল প্রাধ্যক্ষ প্রফেসর ড. তাজুল ইসলাম বলেন, আমি বিষয়টি শুনিনি। এ বিষয়ে অভিযোগ পেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/১৬ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ