ঢাকা-নারায়ণগঞ্জ রোডের পাশে নারায়ণগঞ্জ শহরের চাঁদমারীতে একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত অর্ধশত বসতঘর। এর মধ্যে কয়েকটি দোকান ও ঝুটের গোডাউন রয়েছে।
বুধবার রাত সাড়ে ৮টায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ৮টায় জনৈক নুরুল ইসলামের দোকান ঘর থেকে আকস্মিক আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক দিনমনি শর্মা জানান, তাদের চারটি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না। আগুনের সূত্রপাত তদন্ত করে দেখা হচ্ছে।
বিডি-প্রতিদিন/১৬ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ