গতকাল চট্টগ্রাম কলেজে ছাত্রলীগকর্মীদের উপর শিবিরকর্মীদের হামলাকে কেন্দ্র করে শিবির-ছাত্রলীগ সংঘর্ষের পর ছাত্রবাসে তল্লাশি চালিয়ে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় শতাধিক শিবিরকর্মীকে আসামি করে দুটি মামলা দায়ের করেছে পুলিশ।
চকবাজার থানার এস আই মো. কামাল বুধবার রাতে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দুটি দায়ের করেন। দু’টি মামলায় মোট ১১৩ জন শিবিরের নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
ইসলামী ছাত্রশিবির নিয়ন্ত্রিত সোহরাওয়ার্দী ও শেরেবাংলা ছাত্রাবাসে তল্লাশির সময় চারটি কিরিচ, তিনটি পিস্তলের গুলির খোসা, বিস্ফোরকের কৌটা ও ছয়টি হকিস্টিক উদ্ধার করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
চকবাজার থানার ডেস্কে দায়িত্বরত কনস্টেবল মো.শফিকুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি করেছেন।
বিডি-প্রতিদিন/ ১৭ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন