'দূরবীন' গানের দলের শুরুর নাম ছিল লহিত্য সাংস্কৃতিক গোষ্ঠী। চট্টগ্রামে কয়েকজন বন্ধু মিলে গড়েছিলেন সংগঠনটি। মঞ্চ নাটক আর গান-এই দুই-ই ছিল সংগঠনটির কাজ। এক সময় বন্ধুদের অনেকেই বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়েন। কেউ চলে যান দেশের বাইরে। একা হয়ে যান সৈয়দ শহীদুল ইসলাম। চলে আসেন ঢাকায়। পড়াশোনা শেষ করলেন। ব্যস্ত হয়ে পড়েন কর্মজীবনে। গানের প্রতি ভালোবাসা থেকে ২০০৩ সালে গড়লেন 'দূরবীন'। এ পর্যন্ত দূরবীন গানের দলের চারটি অ্যালবাম বেরিয়েছে।
সাফল্যের ধারাবাহিকতায় আগামীকাল বিকাল ৩টায় ধানমণ্ডি রবীন্দ্র সরবরে ১২ বছর পূর্তি করতে যাচ্ছে এই ব্যান্ডটি। আর তাদের কণ্ঠে কণ্ঠ মিলাবেন শিরোনামহীন, ফ্রেড, কন্সট্যান্ট। এই প্রসঙ্গে ব্যন্ড প্রধান শহিদ বলেন,‘ শুরু মাত্র দর্শক -শ্রোতাদের ভালোবাসার কারণে আজ আমরা এখানে এসে দাড়িয়েছি। অনেক ঝড়ের মাঝেও আমরা হাল ছাড়িনি। আরো অনেকটা দূর যেতে চাই।
বিডি-প্রতিদিন/ ১৭ ডিসেম্বর, ২০১৫/ রশিদা