ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি'র বাথরুমে ঢুকে শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন অন্তরা নামে ঢাবি'র এক ছাত্রী। অন্তরা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী ও কবি সুফিয়া কামাল হলের আবাসিক ছাত্রী।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
অন্তরার সহপাঠীরা জানান, টিএসএসি'র বাথরুম থেকে ধোঁয়া উড়তে দেখে তারা ছুটে যান। এ সময় ওই ছাত্রী 'বাঁচাও, বাঁচাও' বলে চিৎকার করছিলেন। এরপর তাকে বাথরুমের দরজা ভেঙে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের দায়িত্বরত চিকিৎসকরা জানান, তার শরীরের ২৮ শতাংশ পুড়ে গেছে।
বিডি-প্রতিদিন/১৭ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ