গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) শিক্ষার্থীদের সকল আবাসিক হল আগামী ২০ ডিসেম্বর রবিবার সকাল ৯টায় খুলে দেয়া হবে। এছাড়া ২৯ ডিসেম্বর মঙ্গলবার থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং/বি. আর্ক প্রোগ্রামের সকল পরীক্ষা শুরু হবে।
বৃহস্পতিবার ডুয়েটের সহকারী পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) কামরুন নাহার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সকল ডিন, বিভাগীয় প্রধান, পরিচালক ও রেজিস্ট্রার এর সমন্বয়ে ভাইস-চ্যান্সেলরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বিডি-প্রতিদিন/১৭ ডিসেম্বর, ২০১৫/মাহবুব