বিএনপি'র সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মো. আখতারুজ্জামান বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যাঞ্চেলর সাহেব বলে বেড়াচ্ছেন আমাকে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। এত সোজা? একটা দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে ফেলবেন! আপনি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাইছেন। যে শাহরিয়ার কবির ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি তিনি পাকিস্তানে দুই বছর থেকে এসেছেন। লজ্জা করেনি দুই বছর সেখানে থেকে আসতে?
রবিবার দিবাগত রাতে চ্যানেল আইয়ের তৃতীয় মাত্রা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ড. আবু সাইয়িদ।
উনি তথ্য সংগ্রহ করতে গিয়েছেন- প্রতিপক্ষ বক্তা অধ্যাপক সাইয়িদের এমন বক্তব্যের প্রেক্ষিতে আখতারুজ্জামান বলেন, পাকিস্তানে কেন যাবেন? আমার যদি তথ্য সংগ্রহ করতে পাকিস্তানে যাওয়া দরকার হয় তাহলে কেন বলছেন কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে? তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে তো আপনি আর কিছু জানতে পারবেন না। এগুলো করে জাতিকে বিরক্ত করছেন। বিস্তারিত ভিডিওতে দেখুন:
বিডি-প্রতিদিন/২১ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ