রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই কেজি গাঁজা ও বিপুল সংখ্যক ইয়াবাসহ মোহাম্মদ হারুন (৪৫) নামের কুয়েতগামী এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ।
আজ সোমবার বিকেল ৫টায় বিমানবন্দরের ৩ নং বর্হিগমন গেট থেকে তাকে আটক করা হয়।
কাস্টমস হাউজের যুগ্ম কমিশনার এস এম সোহেল রহমান জানান, সন্দেহের ভিত্তিতে তল্লাশি চালিয়ে কুয়েতগামী যাত্রী মোহাম্মদ হারুনের কাছ থেকে দুই কেজি ১শ’ গ্রাম গাঁজা ও বিপুল সংখ্যক ইয়াবা উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, আটক হারুন বাংলাদেশ বিমানের বিজি ১৪৩ ফ্লাইটের যাত্রী ছিলেন। তার গ্রামের বাড়ি ফেনী জেলায়।
বর্তমানে ইয়াবাগুলো গণনা চলছে। হারুনের বিরুদ্ধ যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন/ ২১ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন