বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ বলেছেন, নির্বাচন কমিশনের (ইসি) শোকজ প্রেমপত্রে পরিণত হয়েছে। পৌর নির্বাচনে আওয়ামী লীগের এমপি, মন্ত্রীরা প্রতিনিয়তই নির্বাচনী বিধি ভঙ্গ করে প্রচার প্রচারণা করছেন। কিন্তু ইসি শুধু শোকজ করেই তাদের দায়িত্ব পালন করছে। কোনো ব্যবস্থা নিচ্ছে না।
আজ মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত প্রেসব্রিফিংয়ে এ অভিযোগ করেন রিজভী আহমেদ।
তিনি জানান, ইতোমধ্যেই গফরগাঁও, চান্দিনা, সাভার, গাইবান্ধা, সাতক্ষীরা, ভেদরগঞ্জ, শৈলকুপা, পটুয়াখালী, টাঙ্গাইলের মধুপুর, কালিয়াকৈরসহ সারা দেশের অনেক জায়গায় বিএনপি পৌর মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের বাড়িতে হামলা চালানো হয়েছে এমনকি তাদের লক্ষ্য গুলিও চালিয়েছে সরকার সমর্থকরা।
নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ার সময় বিএনপির সিনিয়র নেতা এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, জয়নাল আবেদীন ফারুক ও আব্দুল্লাহ আল নোমানের গাড়িবহরে হামলা চালানো হয়েছে। কিন্তু হামলাকারী শাসক দলের সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে না। এ পরিস্থিতিতে ইসির ওপর আর ভরসা পাচ্ছে না জনগণ।
তাই সারাদেশে পৌর নির্বাচনের সময় সহিংসতা, তাণ্ডব ইত্যাদি রুখতে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান রিজভী আহমেদ। পাশাপাশি সাংবাদিকদের কার্যক্রমে ইসির বিধিনিষেধ আরোপেরও নিন্দা জানান তিনি।
বিডি-প্রতিদিন/ ২২ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন