চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে জামায়াতের এক কর্মীসহ ১০২ জনকে আটক করেছে পুলিশ। অভিযানে ৩০ পুরিয়া, ১০০ পিস ইয়াবা ও ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার রাতভর জেলা পুলিশের বিশেষ টিম এ অভিযান চালায়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) কাজী আব্দুল আওয়াল জানান, অভিযানে সাতকানিয়া থেকে জামায়াতের এক কর্মীকে আটক করা হয়েছে।
এছাড়া লোহাগাড়া থেকে ৩০ পুরিয়া মারিজুয়ানা ও জোড়ারগঞ্জ থেকে ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। বাঁশখালী থেকে উদ্ধার করা হয় ১০০ পিস ইয়াবা।
অভিযানে নিয়মিত মামলায় ১৬ জন এবং সাজা পরোয়ানামূলে ৮৫ জনকে আটক করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।