রাজধানীর রায়েরবাগে বাসের ধাক্কায় সাহারা খাতুন (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ রবিবার সকালে রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাহারা খাতুনের স্বামী ইউনুস শেখ জানান, সকালে দু'জন মিলে তার ভাইয়ের বাসায় যাওয়ার সময় রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকার ওভারব্রিজের পাশে একটি নাইট কোচ তার স্ত্রীকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তার স্ত্রী। পরে আহতাবস্থায় সাহারাকে উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সাহারার বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলায়। তিনি তার স্বামীর সঙ্গে রায়েরবাগ কদমতলী এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস জানান, নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/৩ জানুয়ারি ২০১৫/শরীফ