বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বী নির্যাতনের ঘটনায় অভিযুক্ত এসআই মাসুদ শিকদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ শনিবার সকালে তেজগাঁও বিভাগের উপ কমিশনার বিপ্লব কুমার সরকার এসআই মাসুদকে সাময়িকভাবে বরখাস্ত করেন।
গোলাম রাব্বিকে নির্যাতনের ঘটনা প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় এসআই মাসুদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে।
গত শনিবার রাতে মোহাম্মদপুর এলাকার একটি এটিএম বুথ থেকে টাকা তুলে বের হচ্ছিলেন। হঠাৎ পেছন থেকে এক পুলিশ সদস্য তার শার্টের কলার ধরে বলেন, ‘তোর কাছে ইয়াবা আছে।’ তিনি অস্বীকার করলে ওই পুলিশ সদস্য তাকে এসআই মাসুদের কাছে নিয়ে যান। এসআই মাসুদও তাকে বলেন, তার কাছে ইয়াবা আছে। অস্বীকার করায় টহল গাড়িতে তুলে নেয় পুলিশ। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা পরিচয় পাওয়ার পর তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এ সময় এসআই মাসুদ তাকে শারীরিকভাবে নির্যাতন করে। টাকা না দিলে ক্রসফায়ারের নামে হত্যা করে বেড়িবাঁধে ফেলে রাখার হুমকিও দেওয়া হয়। নির্যাতনের একপর্যায়ে তাকে ছেড়ে দেয় মাসুদ। পরে গত রবিবার সকালে এসআই মাসুদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন রাব্বী।
বিডি-প্রতিদিন/ ১৬ জানুয়ারি, ২০১৬/ রশিদা
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        