বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা ও ডিএনসিসির কর্মকর্তাকে নির্যাতনের ঘটনা তদন্তে সংশ্লিষ্ট থানার ওসিদের কোনো গাফিলতি বা জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম
শনিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। রাজধানীর অপরাধ পরিস্থিতি নিয়ে যুগ্ম কমিশনার মনিরুল ইসলামের পক্ষ থেকে ক্রাইম রিপোর্টারদের নিয়ে ডিএমপির মিডিয়া সেন্টারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
''সম্প্রতি রাজধানীতে পুলিশ সদস্যদের দ্বারা নির্যাতনের সংখ্যা বেড়ে গেছে। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা কি এসব কর্মকর্তাকে নিয়ন্ত্রণে রাখতে পারছেন না, নাকি পুলিশ সত্যিই বেপরোয়া হয়ে গেছে?'' এ প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, ‘পুলিশের পক্ষ থেকে বার বারই বলা হয়েছে যে, কারো ব্যক্তিগত দায় প্রতিষ্ঠান নেবে না। কারণ, পুলিশ একটি পেশাদার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। এখানে থেকে কেউ অপেশাদার আচরণ করতে পারবে না। আর করলেও তার দায় নিজেকেই নিতে হবে।'
তিনি আরও বলেন, 'মোহাম্মদপুর থানার এসআই মাসুদ শিকদার ও যাত্রাবাড়ী থানার এসআই আরশাদ হোসেন আকাশ অপেশাদার আচরণ করেছেন। তাদের ব্যাপারে তদন্ত চলছে। এরইমধ্যে এসআই মাসুদের বিরুদ্ধে প্রাথমিক তদন্তে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আর যাত্রাবাড়ীর ঘটনায় অন্তর্বর্তীকালীন প্রতিবেদন পাওয়া সাপেক্ষে আকাশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
সরকারি দুই কর্মকর্তাকে নির্যাতনের ঘটনায় সংশ্লিষ্ট থানার ওসিরা এর দায় এড়াতে পারেন? জবাবে তিনি বলেন, ‘দুটি তদন্ত কমিটি কাজ করছে। তারা অনুসন্ধান করছেন। অনুসন্ধানে উর্ধ্বতন কর্মকর্তা ও ওসিদের বিরুদ্ধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি জানান, এসআই মাসুদ শিকদার কর্তৃক গোলাম রাব্বি ও ডিসিসি কর্তকর্তাকে নির্যাতনের ঘটনায় পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি ব্যারিস্টার হারুনুর রশীদের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি ইতিমধ্যে কাজ শুরু করছে। অন্যদিকে যাত্রাবাড়ীর ঘটনায় ডিএমপির পক্ষ থেকেও একটি কমিটি হয়েছে। আগামী তিন দিনের মধ্যে উভয় কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্তে যে সুপারিশ করা হবে, তার ভিত্তিতেই দুই এসআইসহ ঘটনায় জড়িতদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া গোলাম রাব্বিকে নির্যাতনের ঘটনায় ডিএমপির পক্ষ থেকে আরো একটি তদন্ত কমিটি গঠন করা হবে।
পুলিশের তদন্ত পুলিশই করে, এতে কি সুষ্ঠ তদন্ত আশা করা যায়? জবাবে যুগ্ম কমিশনার বলেন, ‘ডিএমপির ওপর আস্থা রাখতে হবে। এটি একটি সরকারি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের তদন্তে অনেকের শাস্তি হয়েছে। এমনকি অনেকের চাকরিও চলে গেছে। কারো পক্ষ নিয়ে পুলিশ তদন্ত করে না। ভবিষ্যতেও করা হবে না।’
বিডি-প্রতিদিন/১৬ জানুয়ারি, ২০১৬/মাহবুব
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        