ছিনতাই করে পালানোর সময় তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে নগরীর বায়েজীদ থানাধীন অক্সিজেন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন: মোরশেদ আলম, আজম খান এবং মো. নাজিম। এসময় তাদের কাছ থেকে চাকু, চাপাতি, একটি মোটর সাইকেল এবং ছিনতাই হওয়া মালামাল উদ্ধার করা হয়।
বায়েজীদ থানা ওসি মোহাম্মদ মহসিন বলেন, ইউনিলিভারের কর্মকর্তার জহিরুল ইসলাম শনিবার রাতে গ্রামের বাড়ি বরগুনাকে থেকে বাস যোগে নগরীর জিইসি’র মোড় এলাকায় আসে। পরে সিএনজি অটোরিক্সায় চড়ে বাসায় ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় অক্সিজেন এলাকা থেকে তাদের গ্রেফতার পুলিশ। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে ছিনতাই মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৩ এপ্রিল, ২০১৬/ রশিদা