রাজশাহীর দুর্গাপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে এমপি আবদুল ওয়াদুদ দারা ও উপজেলা চেয়ারম্যানের গাড়ি ভাঙচুরের ঘটনায় থানায় আলাদা ৩টি মামলা হয়েছে। এছাড়া এ সংঘর্ষের ঘটনায় জড়িত থাকায় তিনজনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, উপজেলার জয়নগর ইউনিয়ন এলাকার সুখানদীঘি গ্রামের আফজাল হোসেন (৩৭), আনিছুর রহমান (৩৩) ও বহ্মপুর গ্রামের ময়েন উদ্দিন (৩২)।
পুলিশ সূত্র জানায়, শনিবার রাতে জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মকসেদ আলী, উপজেলা চেয়ারম্যানের গাড়ি চালক মিজানুর রহমান ও দুর্গাপুর থানা উপ-পরিদর্শক আবদুস সালাম আজাদ বাদী হয়ে আলাদা ৩টি মামলা দায়ের করেন। এ তিনটি মামলায় ৪৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকশ ব্যক্তিকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল মজিদও আছেন। এছাড়া আসামিরা অধিকাংশই আওয়ামী লীগের নেতাকর্মী।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিমল চক্রবর্তী জানান, দুর্গাপুর থানায় আলাদা ৩টি মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়ের পর শনিবার রাতে জয়নগর ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে ৩ জনকে আটক করা হয়। রবিবার তাদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, শনিবার বিকেলে রাজশাহীর দুর্গাপুরে জয়নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বাছাইয়ের বর্ধিত সভাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সংঘর্ষের সময় এমপি আবদুল ওয়াদুদ দারা এবং উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলামের গাড়ি ভাঙচুর করা হয়।
বিডি-প্রতিদিন/ ০৩ এপ্রিল, ২০১৬/ রশিদা