গাজীপুরে ডাকাতের গুলিতে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। ধারালো অসে্ত্রর আঘাতে আহত হয়েছেন নিহতের ভাইসহ তিনজন। নিহতের নাম পরশে চন্দ্র ঘোষ (৬৫)। তিনি স্থানীয় মৃত যোগেশ চন্দ্র ঘোষের ছেলে। তিনি সালনা বাজারে কাপড়ের ব্যবসা করতেন। আহতরা হলেন নিহতের ভাই নরেশ চন্দ্র ঘোষ (৫৮) ভাইপো বিধান কৃষ্ঞ ঘোষ রনি (৩২) ও মৃনাল চন্দ্র ঘোষ জনি (২৮)। আহতদের রাতেই গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার দিবাগত মধ্য রাতে গাজীপুর সিটি করপোরেশনের সালনা কাথোরা মৈশানবাড়ি এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।
নিহতের জেঠাত ভাই আশোতোষ ঘোষ জানান, রাত দুইটার দিকে ৮/১০ জনের মুখোশ পরা একদল ডাকাত নরেশ চন্দ্র ঘোষের বাড়িতে হানা দেয়। তারা বাড়ির গেইটের তালা ভেঙ্গে ও কেটে ভিতরে প্রবেশ করে। ডাকাতরা নরেশ, বিধান ও মৃনালকে কুপিয়ে স্বর্ণালংকার ও মালামাল লুট করে। এ সময় পাশের পরেশ চন্দ্র ঘোষের ঘরেও ডাকাতরা হানা দেয়া। দরজা ভাঙ্গার শব্দ পেয়ে পরেশের ছেলে গেৌতম ঘোষ পলাশ দরজার কাছে এসে ডাকাতদের চিনে ফেলছে বলতেই ডাকাতরা গুলি ছুড়ে। এসময় পলাশের পাশে দাঁড়িয়ে থাকা তার বাবা মুক্তিযোদ্ধা পরেশ চন্দ্র ঘোষ কপালে গুলিবদ্ধি হয়ে ঘটনাস্থলেই মারা যান।
আশোতোষ আরো জানান, ডাকাতরা তার মাথায়ও পিস্তল ঠেকিয়ে রাখে এবং তার মায়ের গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।
ডাকাতদের হামলায় আহত বিধান কৃষ্ঞ ঘোষ রনি জানান, ডাকাতরা তাদের ঘর থেকে ২০ ভরি স্বর্ণালংকার, নগদ ২ লাখ টাকা, ৮টি মোবাইল সেট, ক্যামেরাসহ অন্যান্য মালামাল নিয়ে গেছে।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আহতদের গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার উদ্ধার করে ওই হাসপাতালের মর্গে পাঠায়।
জয়দেবপুর থানার এস আই পরিমল বিশ্বাস আজ সোমবার সকালে হাসপাতালের নিহতের সুরতহাল করেন। তিনি জানান, নিহতের কপালে শর্টগানের গুলি লেগেছে। খুন ও ডাকাতি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তবে কি পরিমাণ মালামাল লুট হয়েছে তা জানা যায়নি।
বিডি-প্রতিদিন/৪ এপ্রিল ২০১৬/শরীফ