পুরান ঢাকার ২৪ নম্বর ইসলামপুরের একটি জামে মসজিদের সিঁড়ি থেকে বিল্লাল হোসেন (৫৫) নামে এক মুয়াজ্জিনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার ভোরে মসজিদের দোতলা ও তিনতলার মাঝের সিঁড়ি থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের লালবাগ জোনের ডেপুটি কমিশনার (ডিসি) মফিজউদ্দিন আহমেদ জানান, বিল্লাল হোসেন ২০ বছর ধরে জব্বু খান নামের ওই মসজিদের মুয়াজ্জিন ছিলেন। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জানা যায়, মসজিদের তৃতীয় তলার একটি কক্ষে থাকতেন মুয়াজ্জিন বিল্লাল। তার ঘর তালা দেওয়া অবস্থায় পাওয়া গেছে। তার বুকে তিনটি এবং পিঠ ও হাতে একটি করে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ফজরের নামাজের সময় ইমাম নামাজ পড়াতে এসে সিঁড়িতে লাশ দেখে থানায় খবর দেন। রাতে ঘরে ঢোকার আগেই তাকে খুন করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কারা কী কারণে মুয়াজ্জিনকে হত্যা করেছে তা জানা যায়নি।
বিডি-প্রতিদিন/৪ এপ্রিল ২০১৬/শরীফ/ রশিদা