প্রধানমন্ত্রীর এপিএস পরিচয় দিয়ে প্রতারনাকালে খুলনার আদালত এলাকা থেকে আব্দুর রাজ্জাক (৪০) নামের এক প্রতারক গ্রেফতার করা হয়েছে।
তিনি মাদারীপুর জেলার মোস্তফা এলাকার লাল মিয়ার ছেলে।
খুলনা থানার ওসি শফিকুল ইসলাম জানান, রাজ্জাককে প্রতারনার অভিযোগে খুলনা মেট্রাপলিটন ম্যাজিষ্ট্রেট আদালত এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে খুলনা থানায় প্রতারনার অভিযোগে মামলা হয়েছে। মামলা নং-৫ (০৪/০৪/১৬)।
বিডি-প্রতিদিন/ ০৪ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন