রাজধানীর হাজারীবাগের ঝাউচরে পুলিশের গুলিতে মো. রিপন (২৮) নামে ডাকাতি মামলার এক আসামি আহত হয়েছেন। এ সময় রিপনসহ চার আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন—মনির হোসেন (৩০), সজীব আহমেদ (২০) ও আল-আলিম (২২)। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদিন জানান, চলতি বছরের ১৮ জানুয়ারি গুলশানের শাহজাদপুরের হাজী জমির উদ্দিন মার্কেটের একটি কাপড়ের দোকানে ডাকাতির ঘটনা ঘটে। ওই ঘটনায় দোকান মালিক আলমঙ্গীর হোসেন বাদি হয়ে রিপনসহ গ্রেফতারকৃতদের আসামি করে মামলা করেন। এরপর থেকে আসামিদের গ্রেফতারের চেষ্টা চালায় পুলিশ। তারা দীর্ঘদিন পলাতক ছিলেন।
এদিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোরে গুলশান থানা পুলিশ হাজারীবাগের ঝাউচর এলাকায় অভিযান চালায়। এ সময় আসামিরা পালাতে গেলে পুলিশ গুলি চালায়। তখন রিপনের ডানপায়ে গুলি লাগে। এ ছাড়া পিকআপসহ রিপনের তিন সহযোগীকে গ্রেফতার করা হয়। রিপনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের গুলশান থানায় নিয়ে আসা হয়েছে বলেও জানান এসআই জয়নাল।
বিডি-প্রতিদিন/ ০৫ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন