বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে করে ঢাকা ছাড়েন তিনি।
মওদুদ আহমদের সহকারী মমিনুর রহমান সুজন জানিয়েছেন, সিঙ্গাপুরে মওদুদ মাউন্ট এলিজাবেথ হসপিটালে প্রফেসর চার্লস থো'র অধীনে চিকিৎসা গ্রহণ করবেন। চিকিৎসা সফরে স্ত্রী হাসনা জসীমউদ্দিন মওদুদ রয়েছেন বলে জানান মমিনুর।
গত শনিবার বুকে কফ, শ্বাসকষ্ট ও ব্যথাজনিত কারণে মওদুদকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিসক অধ্যাপক আবদুল্লাহ আল মামুনের তত্ত্বাবধায়নে ছিলেন তিনি। অ্যাপোলোর চিকিৎসকরা তাকে সিঙ্গাপুরে যাওয়ার পরামর্শ দেন।
মওদুদ আহমদের রোগমুক্তি লাভে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা।
বিডি-প্রতিদিন /০৫ এপ্রিল, ২০১৬ /রশিদা