গাজীপুরে পৃথক স্থানে সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ১টার দিকে গাজীপুরে মালেকের বাড়ি এবং বোর্ডবাজার এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এস আই মো. মোজাম্মেল হক জানান, মালেকের বাড়ি এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় গাড়িচাপায় অজ্ঞাত ব্যক্তি (৫০) নিহত হয়েছেন। একই সময়ে ঐ মহাসড়কের বোর্ডবাজার এলাকায় এক পথচারীকে ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে তিনিও মারা যান।
পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে।