ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রশাসনিক ভবনসহ সকল অনুষদ, ইনস্টিটিউট, গবেষণাগার এবং বিশ্ববিদ্যালয়ের ভবনসমূহে ধূমপান নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের এক সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। গত ২১ মার্চ থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয় জনসংযোগ বিভাগের পরিচালক ড. নূর-ই-ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কেউ এ নিষেধাজ্ঞা অমান্য করলে তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেকোনো কঠিন সিদ্ধান্ত নিতে পারে।