চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতা দমনে ব্যর্থতার দায়ে নির্বাচন কমিশনের (ইসি) পদত্যাগ দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ।
আজ জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ‘গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ জিয়ার ভুমিকা’ শীর্ষক এই আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, নির্বাচনকে ঘিরে এত মানুষ মারা গেলো ইসি কোনো পদক্ষেপ নিচ্ছেনা। আশা করি তাদের শুভবুদ্ধির উদয় হবে এবং তারা পদত্যাগ করে অন্যদের ওপর দায়িত্ব দিবে।
জিয়া পরিষদের সভাপতি কবীর মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন-ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লুৎফর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বাহাউদ্দিন বাহার, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মো: এমতাজ হোসেন প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ০৫ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন