চট্টগ্রামে বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাছিম আহমেদ সোহেল হত্যার ঘটনার বিভিন্নভাবে বিবেচনা করে ১৬ জন ছাত্রকে আজীবন বহিষ্কার ও ৭ জনকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আজীবন বহিষ্কারকৃতরা হলেন: বিবিএ’র আশরাফুল ইসলাম, ওয়াহিদুজ্জামান নিশান, মো. জিয়াউল হায়দার চৌধুরী, এসএম গোলাম মোস্তফা, তামিম উল আলম, মো. ইব্রাহীম (সোহান), এমবিএর কাজী মো. জয়নাল আবেদীন, সাইফ উদ্দিন, মো. আবু জাহেদ (উজ্জ্বল), মো. নিজাম উদ্দিন (আবিদ), এলএলবি অনার্সের সাইকুল মোহাম্মদ তারেক, এমবিএর নুরুল ফয়সাল (স্যাম), এলএলবি অনার্সের মো. সাইফুল ইসলাম সাকিব, এলএলএমের আবু ফয়েজ, বিবিএর মো. রাশেদুল হক (ইরফান) ও মো. নাজমুল হক। তারা সবাই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তবে আজীবন বহিষ্কার হওয়া ২৯ মার্চ বিশ্ববিদ্যালয়টির দামপাড়া ক্যাম্পাসে ব্যবসায় প্রশাসন অনুষদে সংঘটিত হত্যাকান্ডের পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ শাস্তি কার্যকর করা হয়।
এছাড়া গত ১০ ফেব্রুয়ারি ও ১১ ফেব্রুয়ারি মারামারির উদ্দেশ্যে ব্যবসায় প্রশাসন অনুষদে হকিস্টিক এবং লাঠিসোঁটা মজুদ করা এবং ২৯ মার্চ হত্যাকাণ্ডের ঘটনায় উপস্থিতির কারণে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয় সাতজনকে। তারা হলেন: বিবিএর মোজাহিদুল ইসলাম, মোহাম্মদ মাসুক কালাম, কায়সারুল আলম, মনির আহমেদ, কাজী মোহাম্মদ লিয়াকত, মোহাম্মদ নিজামুল গালিব ইমন ও কাজী মো. আশরাফ সায়েদ।
বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার আবু তাহের বলেন, হত্যা মামলার এজাহারভুক্ত সব আসামিকে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে তাদের এ বিশ্ববিদ্যালয় থেকে প্রদত্ত সব ডিগ্রিও বাতিল করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত প্রোগ্রামগুলো থেকে বহিষ্কার করা হয়েছে। তবে এজাহারভুক্ত আসামিদের মধ্যে কেউ অভিযোগ থেকে খালাস পেলে বা চার্জশিট থেকে বাদ গেলে তার আবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োগকৃত শাস্তি পুনর্বিবেচনা করতে পারবেন।
প্রসঙ্গত, গত ২৯ মার্চ বিদায় সংবর্ধনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের উপর্যুপরি ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয়ের এমবিএ শ্রেণির (হিউম্যান রির্সোস ম্যানেজমেন্ট বিভাগ) ছাত্র নাছিম আহমেদ সোহেল খুন হন। এরপর পুরো শহরজুড়ে তান্ডব চালায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশ। বিশ্ববিদ্যালয়ের দামপাড়া ও প্রবর্তক মোড় ক্যাম্পাসে ব্যাপক ভাংচুর চালানো হয়। এ ঘটনায় ওই দিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। গত সোমবার বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হয়।
বিডি-প্রতিদিন / ০৫ এপ্রিল, ২০১৬ / মাহবুব / রশিদা