গাজীপুর সিটি করপোরেশনের খাইলকুর এলাকায় স্ত্রী হত্যা মামলার স্বামী মো. কাউছারকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ড কাউছার বরিশালের বাকেরগঞ্জ থানার বাদল পাড়া গ্রামের মো. আছমত আলী শিকদারের ছেলে। উচ্চ আদালত থেকে জামিন পাওয়া কাউছার পলাতক আছেন।
মামলার বিবরণে জানা গেছে, গত ২০১১ সালের ৯ ডিসেম্বর রাত ৮টার দিকে সিটি করপোরেশনের খাইলকুর এলাকার রাজু মিয়ার বাড়ির ভাড়াটিয়া পোশাক কারখানার শ্রমিক কাউছার তার স্ত্রী নারজিনা খাতুনকে মারপিট করে মাথা ও হাতে মারাত্মক জখম করে। এরপর এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকাবাসী কাউছারকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে নিহতের বড় বোন মুন্নি আক্তার জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
আদালত স্বাক্ষ্য গ্রহণ ও উভয় পক্ষের শুনানি শেষে আসামির অনুপস্থিতিতে মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।
আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি মো. হারিছউদ্দিন আহমদ। তিনি আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেন।
বিডি-প্রতিদিন/০৫ এপ্রিল, ২০১৬/মাহবুব