সিলেট নগরীতে বজ্রপাতে কলি বেগম (১২) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে নগরীর ঘাসিটুলা বড় মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কলি বেগম ঘাসিটুলা এলাকার ইরান মিয়ার কলোনির ভাড়াটিয়া আজিজুল মিয়ার মেয়ে এবং স্থানীয় ইউসুফ মিয়া প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী ছিল।
জানা গেছে, মঙ্গলবার বেলা ১টায় নগরীর ঘাসিটুলা বড় মসজিদ এলাকায় বজ্রপাত হলে স্কুলছাত্রী কলি মারাত্মক আহত হয়। এরপর তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কলিদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলায়।
বিডি-প্রতিদিন/০৫ এপ্রিল, ২০১৬/মাহবুব