পাটখাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দসহ ৫ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করছেন খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। এতে সড়কে ভয়াবহ যানজটের পাশাপাশি বন্ধ রয়েছে রেল যোগাযোগ।
বুধবার ভোর ৬টা থেকে শুরু হওয়া দুপুর ২টা পর্যন্ত এ অবরোধ চলবে বলে জানা গেছে। নগরীর খালিশপুর নতুন রাস্তার মোড় ও আটরা গিলাতলা শিল্পাঞ্চলে রাষ্ট্রায়ত্ত জুট মিল সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হচ্ছে। গতকাল মঙ্গলবারও তারা এই আবরোধ কর্মসূচি পালন করে।
খালিশপুরের প্লাটিনাম, ক্রিসেন্ট, দিঘলিয়ার স্টার, আটরা শিল্প এলাকার আলীম, ইস্টার্ন, নওয়াপাড়া শিল্প এলাকার জেজেআই ও কারপেটিং জুট মিলের ৩৫ হাজার শ্রমিক মিল বন্ধ করে এ অবরোধ পালন করছেন। এতে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত জুট মিল সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদের আহবায়ক মো. সোহরাব হোসেন।
সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদের যুগ্মআহ্বায়ক আব্দুস সালাম বলেন, পাটখাতে প্রয়োজনীয় অর্থবরাদ্দসহ পাঁচদফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আমরা এ কর্মসূচি পালন করছি। যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।
প্রসঙ্গত, গত রবিবার ইস্টার্ন জুট মিলস এলাকায় অনুষ্ঠিত সমাবেশে বাংলাদেশ রাষ্ট্রায়ত্ব জুটমিল সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদের পক্ষ থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট ও অবরোধের ডাকা দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/০৬ এপ্রিল, ২০১৬/মাহবুব