রাজধানীর শ্যামপুরের ধোলাইপাড়ে বহুলতল ভবন থেকে পড়ে শাওন হোসেন জনি (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তবে জনির পরিবারের দাবি শ্বশুরের সঙ্গে দ্বন্দ্বের কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
স্থানীয়রা জানান, ধোলাইপাড়ের মুন্সিবাড়ি রোড সংলগ্ন বড় মসজিদের পাশে একটি ৭ তলা ভবনের ৬ তলা থেকে বেলা সাড়ে ১১টা দিকে পড়ে যায় শাওন। পরে গুরুতর অবস্থায় স্থানীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইয়াসিন নামে স্থানীয় এক ব্যক্তি জানান, বাসার সামনে ভিড়ের মধ্যে রক্তাক্ত অবস্থায় শাওন পড়ে ছিল। পরে ঢামেকে নিয়ে আসার সময় শাওন জানায়, তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয়েছিল। তবে স্থানীয় লোকজন জানিয়েছেন, চোর ধাওয়া করতে গিয়ে শাওন পড়ে যায়।
এদিকে, শাওনের ছোট ভাই শামীম জানায়, মা ফরিদা ইয়াসমিনের সঙ্গে থাকতেন শাওন। পাশেই শ্বশুরের বাড়ি। শ্বশুরের পরিবারের সঙ্গে দীর্ঘদিন থেকে দ্বন্দ্ব চলছিল। সে কারণেও এমন ঘটনা ঘটতে পারে।
বিডি-প্রতিদিন/০৬ এপ্রিল, ২০১৬/মাহবুব