বহিষ্কৃত ছাত্রলীগ নেতাদের ছাত্রত্ব ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগ। আজ বুধবার রাবির কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে তারা এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লবের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন ছাত্রলীগ সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ রুনু, হাবিবুর রহমান হাবিব, ছাত্রবৃত্তিবিষয়ক সম্পাদক টগর মো. সালেহ, উপছাত্রবৃত্তিবিষয়ক সম্পাদক মিজানুর রহমান সিনহা।
মানববন্ধনে বক্তারা বলেন, অভিযুক্তরা ভুল স্বীকার করে ক্ষমা চাওয়া সত্ত্বেও স্থায়ী বহিষ্কার করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। আদালতে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল কিন্তু আদালতের রায় না হওয়ার আগেই রাবি প্রশাসন তাদের স্থায়ী বহিষ্কার করে আদালত অবমাননা করেছে।
বিডি-প্রতিদিন/৬ এপ্রিল ২০১৬/শরীফ