চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট ব্রিজের নিচ থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা।
ওই যুবকের বয়স আনুমানিক ২৪ /২৫ বছর হবে বলে ধারণা ফায়ার সার্ভিসের উদ্ধারকারী কর্মীদের।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান সংশ্লিষ্ট ডবলমুরিং থানার দায়িত্বরত এক পুলিশ সদস্য। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, নিহতের মাথা থেতলে গেছে, তাদের ধারণা ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে।
অন্যদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আবু হামিদ জানান, রাত প্রায় পৌনে ১২টার দিকে আগ্রাবাদ ফায়ার সার্ভিস কর্মীরা অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। এর কিছুক্ষণ পরে মরদেহটি মর্গে পাঠানো হয়।
বিডি-প্রতিদিন/ ০৬ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন